নয়নানন্দ দাস। ভরতপুর-মুর্শিদাবাদ। রাণীনাথ মিশ্র। এই প্ৰসিদ্ধ বৈষ্ণব কবি গদাধর পন্ডিতের ভ্রাতুষ্পুত্র ও মন্ত্রশিষ্য ছিলেন। পূর্বনাম ধ্রুবানন্দ মিশ্র। গৌরাঙ্গলীলা দর্শনমাত্র-কবিতায় তা বৰ্ণনা করার আশ্চর্য ক্ষমতা তাঁর ছিল। ১৫৮২ খেঈ তিনি খেতুরীর মহোৎসবে উপস্থিত ছিলেন। তিনি ‘প্রায়োভক্তি রুপান্তর’ গ্রন্থের রচয়িতা। তার রচিত বহুসংখ্যক পদের মধ্যে মাত্র ৯৬টি পদ পাওয়া যায়।
পূর্ববর্তী:
« নয়ন নন্দী
« নয়ন নন্দী
পরবর্তী:
পঙ্কজ আচাৰ্য »
পঙ্কজ আচাৰ্য »
Leave a Reply