নবীনচন্দ্ৰ মুখোপাধ্যায়। (৪-৭-১৮৫৩ – ১৯২২) বুড়ার গ্রাম-বর্ধমান। ঠাকুরদাস। তার রচিত কবিতা একসময় বাঙলাদেশে চাঞ্চল্য এনেছিল। ‘শ্ৰীমতী ভুবনমোহিনী দেবী’ ছদ্মনামে তিনি তৎকালীন সাময়িকপত্রে কবিতা প্রকাশ করতেন। ‘ভুবনমোহিনী প্রতিভা’ তৎকালীন বিদগ্ধ সমাজের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। স্বদেশপ্রেম ও ভারতের পরাধীনতার প্রতি ধিক্কার ছিল তার কাব্যের মূল সুর। নসিপুর-মুর্শিদাবাদের থেকে প্রকাশিত ‘বিনোদিনী’ নামে মাসিকপত্রের সম্পাদিকার নাম ভুবনমোহিনী দেবী। তিনি রাধিকানন্দের স্ত্রী ছিলেন। প্রকৃতপক্ষে সম্পাদনার সকল কাজ নবীনচন্দ্ৰই করতেন। ডাক্তারী তার পেশা ছিল। এ ব্যাপারে অ্যালোপ্যাথি চিকিৎসার বই এবং মহম্মদ তকী নামে এক ডাক্তার ছিলেন তার শিক্ষাগুরু। কীর্নাহার—বীরভূম অঞ্চলে ডাক্তারী করতেন। ‘লৌহসার’ নামে ম্যালেরিয়া-নাশক পেটেন্ট ঔষধ তৈরী করে সুনাম ও অর্থলাভ করেন। তার রচিত অন্যান্য গ্ৰন্থ: ‘দ্ৰৌপদীনিগ্ৰহ’ (১৮৭৯), ‘আৰ্যসঙ্গীত’ (২ খণ্ড, ১৮৮০), ‘সিন্ধুদূত’ (১৮৮৩) এবং ‘জাতীয় নিগ্ৰহ’ (১৯০২)। ‘শিবাজী-বিজয়’ নামক কাব্য-গ্ৰন্থটি অপ্ৰকাশিত।
পূর্ববর্তী:
« নবীনচন্দ্ৰ ভাস্কর
« নবীনচন্দ্ৰ ভাস্কর
পরবর্তী:
নবীনচন্দ্ৰ সেন »
নবীনচন্দ্ৰ সেন »
Leave a Reply