নবীনচন্দ্র মিত্র (২৭-৮-১৮৩৮ – ?) নৈহাটি—চব্বিশ পরগনা। রামনাথ। চুচুড়ার ফ্রী চার্চ ইনস্টিটিউটে শিক্ষালাভ করেন। পরে জুনিয়র বৃত্তি ও টীচার্স সাটিফিকেট পরীক্ষা পাশ করে ১৮৫৬ খ্ৰী. মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৮৫৮ খ্রী. রসায়নশাস্ত্ৰে প্ৰথম হয়ে স্বর্ণপদক ও বৃত্তি পান। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার সহপাঠী ছিলেন। ১৮৬১ খ্রী. কালনা রাজচিকিৎসালয়ের পরিচালনভার গ্ৰহণ করেন। ১৮৬৮ খ্রী. লক্ষ্ণৌ কিংস হাসপাতালে যোগদান করেন এবং ১৮৯০ খ্রী. অবসর নেন। চিকিৎসাগুণে, কর্মদক্ষতায় এবং সৌজন্যে তিনি লক্ষ্ণৌ-এ কিংবদন্তীর মানুষে পরিণত হয়েছিলেন। কয়েকটি উর্দু উপন্যাসের নায়করূপে তিনি চিত্রিত হয়েছেন। একেশ্বরবাদী ও সমাজ-সংস্কারের পক্ষপাতী ছিলেন।
পূর্ববর্তী:
« নবীনচন্দ্র দত্ত
« নবীনচন্দ্র দত্ত
পরবর্তী:
নবীনচন্দ্র রায়, পণ্ডিত »
নবীনচন্দ্র রায়, পণ্ডিত »
Leave a Reply