নবীনচন্দ্ৰ বিদ্যারত্ন (১৮৩২ – ১৯০৪) ঝিকরা-চব্বিশ পরগনা। শ্ৰীনাথ ন্যায়ালঙ্কার। ১৮৫২ খ্ৰী. তৎকালীন বাঙলা-বিহার-উড়িষ্যার সংস্কৃত বোর্ডের পরীক্ষায় প্রথম হন। কিছুদিন পাটনার বি.এন. কলেজে অধ্যাপনা করেন। পরে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে অধ্যাপকরূপে যোগ দিয়ে আমৃত্যু সেখানে কাজ করেন। রচিত নাটক : ‘বাঙালী বিলাস’, ‘ভারতের সুখশশী যবন কবলে’, ‘বারুণী বিলাস’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নবীনচন্দ্ৰ বসু
« নবীনচন্দ্ৰ বসু
পরবর্তী:
নবীনচন্দ্ৰ ভাস্কর »
নবীনচন্দ্ৰ ভাস্কর »
Leave a Reply