নবীনচন্দ্ৰ বসু। কলিকাতা। মদনগোপাল। দেওয়ান কৃষ্ণরামের পৌত্র। এই বংশের আদি নিবাস ছিল তাড়া-হুগলী। তিনি বাংলা নাটক অভিনয়ের জন্য কলিকাতা শ্যামবাজারে সর্বপ্রথম নাট্যশালা প্ৰতিষ্ঠা করেন। এই নাট্যশালায় ৬-১০-১৮৩৫ খ্রী. ‘বিদ্যাসুন্দর’ অভিনীত হয়। এই বিষয়ে ২২-১০-১৮৩৫ খ্রী. ‘হিন্দু পাইয়োনিয়ার’ পত্রিকা লেখেন— ‘…এই অভিনয় দেশীয়, ইংরেজী ধরনের সম্পূর্ণভাবে হিন্দুদের দ্বারা দেশের ভাষায় হইয়া থাকে।-ইহাতে আর একটি ব্যাপারও দেখা যায়-স্ত্রীলোকের অংশের অভিনয় ইহাতে হিন্দু রমণীরাই করিয়া থাকেন।’ একটি অভিনয়ে এক লক্ষ টাকা ব্যয় হয়েছিল। তারই উদ্যোগে অভিনয়কালে একবার বিভিন্ন দৃশ্যের জন্য বিভিন্ন মঞ্চ ব্যবহার করা হয়েছিল। বর্তমান শ্যামবাজার ট্রাম ডিপোর জমিতে তাঁর বাসগৃহ ছিল। এই গৃহপ্ৰাঙ্গণেই অভিনয় হত।
পূর্ববর্তী:
« নবীনচন্দ্ৰ দাশ
« নবীনচন্দ্ৰ দাশ
পরবর্তী:
নবীনচন্দ্ৰ বিদ্যারত্ন »
নবীনচন্দ্ৰ বিদ্যারত্ন »
Leave a Reply