নবীনচন্দ্ৰ দাশ (২৭-২-১৮৫৩ – ২১-১২-১৯১৪) আলমপুর-চট্টগ্রাম। দীনদয়াল ওরফে মাগন। কৃতিত্বের সঙ্গে এম.এ. ও বি.এল. পাশ করে প্রথমে চট্টগ্রাম কলেজের আইন অধ্যাপক এবং পরে রংপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হন। সংস্কৃত সাহিত্যের রত্নরাজি পদ্যে বঙ্গানুবাদ করে নবদ্বীপ ও পূর্বস্থলীর পণ্ডিতবর্গ দ্বারা ‘কবি গুণাকর’ এবং চট্টল ধর্মমণ্ডলী কর্তৃক ‘বিদ্যাপতি’ উপাধিতে ভূষিত হন। তিনি ‘কাব্যরত্নাকর’ উপাধি লাভ করেছিলেন। ইংরেজী কাব্য এবং সাহিত্য থেকেও বঙ্গানুবাদ করেন। প্রেসিডেন্সী কলেজে পাঠকালে ‘বিভাকর’ ও ‘প্রভাত’ নামে দুটি মাসিকপত্র সম্পাদনা করেন। চট্টগ্রাম থেকে প্রকাশিত তাঁর ত্রৈমাসিক পত্রিকা ‘প্রভাত’ বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্রস্বরূপ ছিল। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘রঘুবংশ’, ‘শিশুপালবধ’, ‘কিরাতার্জুন’, ‘চারুচর্যাশতক’, ‘আকাশ কুসুম কাব্য’, ‘শোকগীতি’ প্রভৃতি। প্রখ্যাত তিব্বতী ভাষাবিদ ও পরিব্রাজক শরচ্চন্দ্ৰ তাঁর ভ্রাতা।
পূর্ববর্তী:
« নবীনচন্দ্ৰ চক্রবর্তী, রায়বাহাদুর
« নবীনচন্দ্ৰ চক্রবর্তী, রায়বাহাদুর
পরবর্তী:
নবীনচন্দ্ৰ বসু »
নবীনচন্দ্ৰ বসু »
Leave a Reply