নবীনচন্দ্র দত্ত (আশ্বিন ১২৪৩ – ৮-১০-১৩০৫ ব.) জোড়াবাগান-কলিকাতা। দীননাথ। জাতিতে তন্তুবায় ছিলেন। গোপালচন্দ্ৰ বিদ্যাভূষণের কাছে কিছুকাল সংস্কৃত পড়াশুনা করে ‘ফ্রি চার্চ ইনস্টিটিউশনে’ শিক্ষাপ্ৰাপ্ত হন। কর্মজীবনে প্ৰথম সিভিল অডিটর অফিসে ও পরে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসের তত্ত্বাবধায়ক হয়ে ১৮১৯ খ্রী. অবসর-গ্ৰহণ করেন। ছাত্রাবস্থায় ‘প্রভাকর’, ‘ভাস্কর সংবাদ’, ‘জ্ঞান রত্নাকর’ প্রভৃতি পত্রিকায় বিজ্ঞান বিষয়ে প্রবন্ধাদি লিখতেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘খগোল বিবরণ’ (১২৭৩ ব), ‘ব্যবহারিক জ্যামিতি, ক্ষেত্রব্যবহার, জরীপ ও সমস্থান প্রক্রিয়া’, ‘সঙ্গীত রত্নাকর’, ‘সঙ্গীত সোপান’, ‘সাহিত্যমঞ্জরী’, ‘শ্ৰীমদ্ভগবদগীতা’ প্রভৃতি। স্কুল বুক সোসাইটির নির্দেশে তিনি ‘Notes on Practical Geometry’, ‘Notes on Surveying’ & ‘Hints to Ameen on Khusrah Survey in Bengal’ গ্রন্থগুলি বাংলায় অনুবাদ করেন। এছাড়া ‘নিধুবাবুর গীতাবলীর সংশোধিত ভূমিকা’, ‘নিত্যকর্মপদ্ধতি’, ‘হারমোনিয়ম সূত্র’ প্রভৃতি গ্ৰন্থও প্রকাশ করেন। স্বজাতির সামাজিক উন্নতির জন্য সচেষ্ট ছিলেন।
পূর্ববর্তী:
« নবীনকৃষ্ণ হালদার
« নবীনকৃষ্ণ হালদার
পরবর্তী:
নবীনচন্দ্র মিত্র »
নবীনচন্দ্র মিত্র »
Leave a Reply