নবীনচন্দ্ৰ চক্রবর্তী, রায়বাহাদুর (১৮৪৩ – ১৯১২) পাবনা। ১৮৬৭ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে প্রথমে নৈনিতাল ও পরে বুলন্দসহর হাসপাতালের পরিচালনার ভারপ্রাপ্ত হন। ১৮৭০ খ্রী. বদলি হয়ে তিনি মথুরায় যান। ১৮৭৪ খ্ৰী. আগ্রা মেডিক্যাল স্কুলের অস্ত্ৰ-চিকিৎসার অধ্যাপক নিযুক্ত হন। ও পরে চিকিৎসাবিদ্যার অধ্যাপক পদ লাভ করেন। ১৯০৩ খ্রী. অবসর নেন। হিন্দী, উর্দু ও ফারসী ভাষায় বুৎপত্তি ছিল। বহু বছর ‘আগ্রা বঙ্গ সাহিত্য সমিতি’র সভাপতি ছিলেন। তাঁর রচিত গ্রন্থ ‘The Principle and Practice of Medicine’ নানা ভাষায় প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« নবীনচন্দ্ৰ আঢ্য
« নবীনচন্দ্ৰ আঢ্য
পরবর্তী:
নবীনচন্দ্ৰ দাশ »
নবীনচন্দ্ৰ দাশ »
Leave a Reply