নবরাজ বড়ুয়া (১৮৬৬ – ১৬-১-১৮৯৬) বৈদ্যাপাড়া-বোয়ালখালী, চট্টগ্রাম। নাগরচাদ। শিক্ষাব্ৰতী। স্বগ্রামে ‘বৌদ্ধ-রঞ্জিনী’ সভা স্থাপন করে তরুণদের চরিত্রগঠনে অনুপ্রাণিত করেন। রচিত গ্ৰন্থ: ‘নীতিরত্ন’, ‘বৌদ্ধালঙ্কার’, ‘শিক্ষাসার’, ‘প্রকৃত সুখী কে?’ ‘প্ৰাথমিক বৌদ্ধশিক্ষা’, ‘বুদ্ধপরিচয়’, ‘মহাবোধি সন্দর্শন’, ‘পালি ধাতুমঞ্জুষা’, ‘পালি ব্যাকরণ’, ‘প্রসন্নজিতোপাখ্যান’ প্রভৃতি। তিনি রায়বাহাদুর শরচ্চন্দ্ৰ দাসের তত্ত্বাবধানে বুদ্ধিস্ট টেক্সট সোসাইটিতে কিছুকাল পালি অভিধান সংকলনের কাজে নিযুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« নবনীধর বন্দ্যোপাধ্যায়, আলাজী
« নবনীধর বন্দ্যোপাধ্যায়, আলাজী
পরবর্তী:
নবারুণ ভট্টাচার্য »
নবারুণ ভট্টাচার্য »
Leave a Reply