নবনীধর বন্দ্যোপাধ্যায়, আলাজী (বৈশাখ ১৩০৯ – ১২-১-১৩৮৫ ব) কুশমোড়-বীরভূম। বাংলার ব্ৰতচারী সমিতির প্রথম ও প্রধান সঞ্চালক। রামপুরহাট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা ও ১৯২৫ খ্ৰী. বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি.এ. পাশ করার পর শিক্ষকরূপে তার কর্মজীবন শুরু।
১৯২৭ খ্ৰী. বীরভূমের সুলতানপুরে শ্রীরাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার কালে তিনি ‘স্কাউটমাস্টার’-এর শিক্ষা নেন এবং শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করেন। ১৯৩২ খ্রী. বি.টি. পাশ করেন। ব্ৰতচারী আন্দোলনের স্রষ্টা গুরুসদয় দত্তের সঙ্গে তার যোগাযোগ ১৯৩০ খ্রী. থেকে। ১৯৩২ খ্রী. ও ১৯৩৩ খ্রী. অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় নিখিল বঙ্গ লোকনৃত্য শিক্ষাশিবির ও সংক্ষিপ্ত শিবিরের প্রধান ওস্তাদরূপে তিনি শিক্ষা দেন। এপ্রিল ১৯৩৩ খ্রী. তার নেতৃত্বে দিল্লীতে প্ৰদৰ্শনীর ব্যবস্থা করা হয়। ঐ বছরের শেষে কলিকাতার উপকণ্ঠে অনুষ্ঠিত তৃতীয় নিখিল বঙ্গ শিক্ষা শিবিরে লোকনৃত্য শিক্ষার সঙ্গে ব্ৰতচারী নাম সংযোজিত হয়। তিনি ঐ শিবিরের ওস্তাদ আলা হয়েছিলেন। এখানেই গুরুসদয় দত্ত প্রবর্তিত সংস্থার নাম ‘পল্লী সম্পদ রক্ষা সমিতি’র পরিবর্তে হয় ‘বাংলার ব্ৰতচারী সমিতি।’ ১৯৩৬ খ্রী. থেকে তিনি স্থায়ীভাবে সমিতিতে নিযুক্ত হন। ১৯৩৮ খ্ৰী. ঐ পদ থেকে তাকে অবসর দেওয়া হলেও আমৃত্যু ব্ৰতচারী পরিচেষ্টার সঙ্গে সংযুক্ত ছিলেন। ব্ৰতচারী গ্রামের পত্তনে তিনি অন্যতম।
Leave a Reply