নবনী দাস (৮-৬-১২৯৯ – ৭-৫-১৩৭১ ব.) সিউড়ী-বীরভূম। রবীন্দ্রনাথের স্নেহধন্য বাউলসঙ্গীতশিল্পী। সুলতানপুরের শ্ৰীরাম উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। উদাসী বাউল সম্প্রদায়ের সদস্য হিসাবে ভারতের নানা স্থানে ভ্ৰমণ করেছেন। শেষ জীবনে সিউড়ীতে আখড়া স্থাপন করেন। তার রচিত অনেক গান আছে। লক্ষ্মণ দাস বাউল ও পূর্ণ দাস বাউল তার পুত্ৰদ্ধয়।
পূর্ববর্তী:
« নবদ্বীপচন্দ্ৰ দেববর্মা, বাহাদুর প্ৰিন্স
« নবদ্বীপচন্দ্ৰ দেববর্মা, বাহাদুর প্ৰিন্স
পরবর্তী:
নবনীধর বন্দ্যোপাধ্যায়, আলাজী »
নবনীধর বন্দ্যোপাধ্যায়, আলাজী »
Leave a Reply