নবদ্বীপচন্দ্র ব্রজবাসী (১৮৬৮ – ১৯৫২) বৃন্দাবনধাম। প্রসিদ্ধ কীর্তন-গায়ক কৃষ্ণদাস। ৭ বছর বয়সে পিতার নিকট খোল বাজনা শিখতে আরম্ভ করেন। পরে পণ্ডিত বাবাজীর কাছে গরাণহাটী ও মনোহরশাহী কীর্তন শেখেন। প্ৰেমানন্দ গোস্বামী তার দীক্ষাগুরু। ১৯১৩ খ্রী. তিনি কলিকাতায় এলে অধ্যাপক খগেন্দ্ৰনাথ মিত্র ও দেশবন্ধু-কন্যা অপর্ণা দেবী তার প্রতিভায় মুগ্ধ হয়ে শিষ্যত্ব গ্ৰহণ করেন। কলিকাতার শিক্ষিত মহলে খগেন্দ্রনাথের উদ্যোগে কীর্তনের প্রচলন সহজ হয়। আশুতোষ কলেজ-গৃহে কীর্তন-বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি তার অধ্যক্ষ নিযুক্ত হন।
পূর্ববর্তী:
« নবজীবন ঘোষ (শালিখ)
« নবজীবন ঘোষ (শালিখ)
পরবর্তী:
নবদ্বীপচন্দ্ৰ দাস »
নবদ্বীপচন্দ্ৰ দাস »
Leave a Reply