নবদ্বীপচন্দ্ৰ দেববর্মা, বাহাদুর প্ৰিন্স (১৮৫০ – সেপ্টেম্বর ১৯৩১)। আগরতলা—ত্রিপুরা। মহারাজ ঈশানচন্দ্র। তিন বছর বয়সে পিতার মৃত্যু হলে রাজত্ব খুল্লতাতের হাতে চলে যায় এবং তিনি ত্রিপুরার মন্ত্রিরূপে ও অন্যান্য দায়িত্বশীল পদে কাজ করেন। তারই চেষ্টায় কুমিল্লা শহরে ‘থিয়োসফিক্যাল সোসাইটি’ স্থাপিত হয় এবং তিনি তার সভাপতি নির্বাচিত হন। বঙ্গীয় সাহিত্য পরিষদের ত্রিপুরা শাখার সভাপতি ছিলেন। ‘রবি’ পত্রিকায় ‘বাংলা সাহিত্যের চারি যুগ’ এবং ‘ত্ৰিবেণী’ পত্রিকায় ‘আনর্জনার ঝুরি’ নামে প্রবন্ধ রচনা করেন। বিখ্যাত সুরকার ও গায়ক শচীন দেববর্মন তার পুত্র।
পূর্ববর্তী:
« নবদ্বীপচন্দ্ৰ দাস
« নবদ্বীপচন্দ্ৰ দাস
পরবর্তী:
নবনী দাস »
নবনী দাস »
Leave a Reply