নবদ্বীপচন্দ্ৰ দাস (নভেম্বর ১৮৪৭ – ২৪-১-১৯২৪) টাঙ্গাইল-ময়মনসিংহ। নিমাইচন্দ্র। ঢাকার নর্মাল স্কুল থেকে শিক্ষাপ্ৰাপ্ত হয়ে কর্মজীবনে প্ৰবেশ করেন। ১৮৮২ খ্রী. চাকরি ত্যাগ করে ব্ৰাহ্মসমাজের প্রচারক-ব্ৰত গ্ৰহণ করেন। কর্মজীবনের সঞ্চিত অর্থ ব্ৰাহ্মসমাজে গচ্ছিত রেখে সেই টাকার উপস্বত্ব থেকে ব্যয় নির্বাহ করতেন। অকৃতদার ছিলেন। রচিত গ্রন্থাবলী : ‘সাধন সঙ্কেত’, ‘সাধকসঙ্গী’, ‘ব্রাহ্মধর্মতত্ত্ব’, ‘দাস’, ‘করুণাধারা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নবদ্বীপচন্দ্র ব্রজবাসী
« নবদ্বীপচন্দ্র ব্রজবাসী
পরবর্তী:
নবদ্বীপচন্দ্ৰ দেববর্মা, বাহাদুর প্ৰিন্স »
নবদ্বীপচন্দ্ৰ দেববর্মা, বাহাদুর প্ৰিন্স »
Leave a Reply