নবজীবন ঘোষ (শালিখ) – (আনুমানিক ১৯১৬ – ২২/২৩-৯-১৯৩৬) মেদিনীপুর। যামিনীজীবন। বার্জ হত্যার পর এই জেলার বহু পরিবার সরকারী অত্যাচারে জর্জরিত হয়। নবজীবনও এই সময় মেদিনীপুর থেকে বহিস্কৃত হন এবং পরে গ্রেপ্তার হয়ে বন্দী অবস্থায় অমানুষিক প্ৰহারের ফলে মারা যান। তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। শহীদ নিমর্লজীবন তার ভ্রাতা।
পূর্ববর্তী:
« নবগোপাল মিত্ৰ
« নবগোপাল মিত্ৰ
পরবর্তী:
নবদ্বীপচন্দ্র ব্রজবাসী »
নবদ্বীপচন্দ্র ব্রজবাসী »
Leave a Reply