নবকৃষ্ণ ভট্টাচাৰ্য (২৯-৪-১৮৫৯ – ৪-৯-১৯৩৯) নারিট—হাওড়া। রাজনারায়ণ তর্কবাচস্পতি। সংস্কৃত কলেজিয়েট স্কুলে এন্ট্রান্স পর্যন্ত পড়েন। তার রচিত প্ৰথম কবিতা ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯৩–৯৪ খ্রী. ‘সখা’ পত্রিকার সম্পাদক ছিলেন। শিশুসাহিত্যিক হিসাবে তার খ্যাতি ছিল। রচিত গ্ৰন্থ : ‘ছেলেখেলা’, ‘টুকটুকে রামায়ণ’, ‘ছবির ছড়া’, ‘পুষ্পাঞ্জলি’ প্রভৃতি। ‘গোকুলে মধু ফুরায়ে গেল’—তার উল্লেখযোগ্য কবিতা।
পূর্ববর্তী:
« নবকৃষ্ণ দেব
« নবকৃষ্ণ দেব
পরবর্তী:
নবগোপাল মিত্ৰ »
নবগোপাল মিত্ৰ »
Leave a Reply