নবকৃষ্ণ ঘোষ (২৯-৮-১৮৩৭ – ?) পাথুরিয়াঘাটা-কলিকাতা। কৈলাসচন্দ্র। ওরিয়েন্টাল সেমিনারী ও স্বগৃহে ক্যাপ্টেন পামারের নিকট শিক্ষাপ্রাপ্ত হন। কেরানীর চাকরি দিয়ে কর্মজীবন শুরু। ক্রমে তদানীন্তন অ্যাকাউন্টেন্ট জেনারেলের খাস পার্ষদ পদে উন্নীত হয়েছিলেন। ১৮৭৮ খ্রী. মাত্র ৪০ বছর বয়সে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে বাকি জীবন সাহিত্য ও জ্যোতিষ চর্চায় কাটান। ‘উইলো ড্রপ’, ‘হিম টু দুৰ্গা এবং ১৮৭৫ খ্রী. ইংল্যান্ডের যুবরাজের ভারত আগমন উপলক্ষে লেখা ‘দি ওড ইন ওয়েলকাম টু প্রিন্স অ্যালবার্ট’ কবিতাগুলি বিশেষ উল্লেখযোগ্য। ‘রাম শৰ্মা’ ছদ্মনামে লিখতেন। ‘ইংলিশম্যান’, ‘রেইস এন্ড রায়ত’, ‘মুখার্জিস ম্যাগাজিন’, ‘ইন্ডিয়ান মিরর’ প্রভৃতি পত্রিকাগুলিতে সরকারের সমালোচনা করতেন। তারই রচনার জন্য ১৮৬৬ খ্রী. ওড়িশার দুর্ভিক্ষের সময় সরকারের টনক নড়ে। সে যুগের রাজনৈতিক আন্দোলনে ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’, ‘মিউনিসিপ্যাল বিল’ ইত্যাদির প্রতিবাদে ও ‘ইলবার্ট বিলে’র সপক্ষে কলম ধরেছিলেন। ব্রিটিশ পণ্য ব্যবহারের বিরোধী ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘জ্যোতিষপ্রকাশ’ (বাংলা ভাষায় প্রথম জ্যোতিষ গ্রন্থ), ‘A Reply to Mancrieff’s Fidelity of Conscience’, ‘Works of Ram Sarma’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নবকুমার পাল
« নবকুমার পাল
পরবর্তী:
নবকৃষ্ণ দেব »
নবকৃষ্ণ দেব »
Leave a Reply