নবকান্ত চট্টোপাধ্যায় (অক্টো ১৮৪৫ – সেপ্টে ১৯০৪) পশ্চিমপাড়া—ঢাকা। কাশীকান্ত। ১৮৬১ খ্রী. প্ৰবেশিকা পাশ করেন। বিভিন্ন স্কুলে কাজ করার পর ১৮৭৮ খ্রী. ঢাকা জগন্নাথ স্কুলে আসেন। পরে ১৮৮৭ খ্ৰী. এই স্কুলটি জুবিলী স্কুল নামে অভিহিত হয়। ১৮৬৯ খ্ৰী. ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। তিনি ‘ঢাকা শুভসাধিনী সভা’, ‘বাল্যবিবাহ নিবারণী সভা’, ‘পিপলস অ্যাসোসিয়েশন’ প্রভৃতি প্রতিষ্ঠান এবং ‘শুভসাধিনী’, ‘বান্ধব’ ও ‘The East’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকার ইডেন ফিমেল স্কুল প্রতিষ্ঠায় প্রধান উদ্যোগী ও প্ৰথম সেক্রেটারী। বহুবিবাহ নিবারণ প্রচেষ্টায় তাঁর ভ্রাতা শীতলাকান্ত তাঁকে সক্রিয়ভাবে সহায়তা করতেন। কয়েকটি পাঠ্যপুস্তক, বিভিন্ন লোকের জীবনী ও সরল গৃহচিকিৎসা-বিষয়ক গ্ৰন্থ রচনা করেছিলেন। ‘সঙ্গীত মুক্তাবলী’ নামে বাংলা পারমার্থিক সঙ্গীতের একটি সংগ্ৰহ-পুস্তক তিন খণ্ডে প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« নফিসুর রহমান হক্কোন্নূরী
« নফিসুর রহমান হক্কোন্নূরী
পরবর্তী:
নবকুমার চক্রবর্তী »
নবকুমার চক্রবর্তী »
Leave a Reply