নফরচন্দ্ৰ কুণ্ডু (? – ১৯০৭) ভবানীপুর-কলিকাতা। শ্রমিকের প্রাণরক্ষা করতে প্ৰাণ দিয়ে অমর হয়েছেন। ড্রেনের মধ্যে দুজন শ্রমিক বিষাক্ত গ্যাসে আটকে পড়ে। অফিস যাওয়ার সময়ে এ দৃশ্য দেখে তিনি তৎক্ষণাৎ তাদের উদ্ধার করার চেষ্টায় ড্রেনে নামেন এবং সেখানে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্ৰাণ হারান। তার স্মরণে ঐ স্থানে ‘নফর কুণ্ডু লেন’ নামে একটি রাস্তা ও একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।
পূর্ববর্তী:
« নন্দলাল শীল
« নন্দলাল শীল
পরবর্তী:
নফরচন্দ্ৰ পাল চৌধুরী »
নফরচন্দ্ৰ পাল চৌধুরী »
Leave a Reply