নন্দলাল বন্দ্যোপাধ্যায় (১৮৩৮–১৯০৬) কলিকাতার আহিরীটোলা। প্রতিবেশী ব্ৰাহ্মধর্মাবলম্বী অমৃতলাল বসুর সঙ্গলাভে ‘ভারতাশ্রমে’ সপরিবারে গিয়ে বাস করেন। ১৮৮৭ খ্রী. প্রচারক-ব্ৰত নিয়ে উড়িষ্যার সর্বত্ৰ ভ্ৰমণ করেন। বালেশ্বর তার কর্মক্ষেত্র ছিল। তার রচিত বাংলা ও ওড়িয়া ভাষায় ব্ৰহ্মসঙ্গীত ‘জাতীয় সঙ্গীত’ নামে গ্ৰন্থাকারে প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« নন্দকুমার রায়, মহারাজ
« নন্দকুমার রায়, মহারাজ
পরবর্তী:
নন্দলাল বসু »
নন্দলাল বসু »
Leave a Reply