নন্দকুমার রায়। তাঁর রচিত ‘অভিজ্ঞান শকুন্তলা’ সম্বন্ধে ব্ৰজেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন–’লেবেডফের অনুদিত নাট্যগ্রন্থ এবং ‘বিদ্যাসুন্দরের কথা’ ছাড়িয়া দিলে, যতদূর জানা গিয়াছে, গৌরীভা গ্রামের বৈদ্য নন্দকুমার রায়ের নাটকটিই প্রথম অভিনীত বাংলা নাটক’। প্ৰকাশকাল-আগস্ট ১৮৫৫, অভিনয়-আশুতোষ দেবের বাড়িতে ৩০ জানুয়ারি ১৮৫৫ খ্রী। এই নাটক অভিনয়ে পরবর্তী জীবনের বিখ্যাত ব্যক্তি ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্ৰ ‘স্টেজ ম্যানেজার’ ছিলেন। ‘পুরাতন প্ৰসঙ্গ’-এর রচয়িতা বিপিনবিহারী গুপ্ত তার দৌহিত্র।
পূর্ববর্তী:
« নন্দকুমার ন্যায়চঞ্চু
« নন্দকুমার ন্যায়চঞ্চু
পরবর্তী:
নন্দকুমার রায়, মহারাজ »
নন্দকুমার রায়, মহারাজ »
Leave a Reply