নন্দকুমার ন্যায়চঞ্চু (১৮৩৫ – ১৮৬২) নৈহাটি-চব্বিশ পরগনা। রামকমল ন্যায়রত্ন। বাল্যকালে মাতামহ রামমাণিক্য বিদ্যালঙ্কারের কাছে ন্যায়শাস্ত্র পড়েন। পান্ডিত্যের জন্য ‘ন্যায়চঞ্চু’ উপাধি লাভ করেন। বিভিন্ন তর্কসভায় নবদ্বীপে শিক্ষাপ্ৰাপ্ত বড় বড় পণ্ডিতদের পরাস্ত করে ‘তর্করত্ন’ উপাধি পান। পণ্ডিত ঈশ্বরচন্দ্রের চেষ্টায় সংস্কৃত কলেজের অধ্যাপক হন (১৮৫৬–৬০)। ১৮৬১ খ্রী. কান্দীফুলে হেডপণ্ডিতের কাজ নিয়ে যাবার পর যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে মারা যান।
পূর্ববর্তী:
« নন্দকুমার দে
« নন্দকুমার দে
পরবর্তী:
নন্দকুমার রায় »
নন্দকুমার রায় »
Leave a Reply