নন্দকুমার দে (১৯১৮ – ২৭-৯-১৯৪৩)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চতুর্থ মাদ্রাজ উপকূল প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বিদ্রোহের সূচনা দেখা দিলে সামরিক পুলিস ১৮-৪-১৯৪৩ খ্রী. নন্দকুমার সহ ১২ জন সৈনিককে গ্রেপ্তার করে। ৫-৮-১৯৪৩ খ্রী. সামরিক আদালতের বিচারে তাদের মধ্যে নন্দকুমার ও আর ৮ জনের প্ৰাণদণ্ড, ২ জনের যাবজ্জীবন দ্বীপান্তর এবং একজনের ৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ হয়। নন্দকুমার ও ঐ ৮ জন ‘বন্দেমাতরম’ এবং ‘জয়হিন্দ’ ধ্বনি সহ মাদ্রাজ দুর্গে ফাঁসিতে প্ৰাণ উৎসর্গ করেন।
পূর্ববর্তী:
« ননীলাল বসু
« ননীলাল বসু
পরবর্তী:
নন্দকুমার ন্যায়চঞ্চু »
নন্দকুমার ন্যায়চঞ্চু »
Leave a Reply