ননীগোপাল মুখোপাধ্যায় (১৮৯৫ – ১১.১১.১৯৩৮)। বিপ্লবী নেতা জ্যোতিষচন্দ্র ঘোষের শিষ্য। ফেব্রুয়ারী ১৯১১ খ্রী. গোয়েন্দা অফিসার ডেনহামকে হত্যার জন্য নির্বাচিত হয়ে ভুলক্রমে অন্য এক সাহেবের গাড়ীতে বোমা ছুড়ে পালাবার সময় ধরা পড়েন। বিচারে ১৪ বছর দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হয়ে আন্দামানে প্রেরিত হন। কিশোর ননীগোপাল সেলুলার জেলে কর্তৃপক্ষের অত্যাচারের বিরুদ্ধে অমানুষিক দৈহিক সহ্যশক্তি ও অদম্য মনোবল দেখিয়েছিলেন। আন্দামানে কাজবন্ধ ধর্মঘট ও অনশন ধর্মঘটে যোগ দেওয়ায় বহুদিন তাকে দাঁড়া-হাতকড়িতে ঝুলিয়ে রাখা হয়।
১৯২০ খ্ৰী. মুক্ত হয়ে প্রথমে কংগ্রেস ও পরে শ্রমিক আন্দোলনে যোগ দেন এবং জামশেদপুর কারখানায় চাকরি নিয়ে সেখানে ক্রেন-ড্রাইভারদের সংগঠিত করে টাটা-কোম্পানীতে প্ৰথম ধর্মঘট করেন। সেখান থেকে বহিষ্কার আদেশের ফলে তিনি কলিকাতায় চলে আসেন। এবং কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ট্রেড ইউনিয়ন ও কৃষক সভার আন্দোলনে এবং কমিউনিস্ট সাংবাদিকতায় তাঁর বিশেষ ভূমিকা ছিল।
Leave a Reply