ননীগোপাল দেব (১৯১৩ – ৩-৬-১৯৭৯) কুমিল্লা। চন্দ্ৰকুমার। পিতার কর্মস্থল চট্টগ্রাম শহরে জন্ম। এখানে স্কুলে পড়ার সময় মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলে যোগ দেন। ১৮-৪-১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার দখলে ‘অক্সিলিয়ারী ফোর্স’ থেকে অংশগ্ৰহণ করেন। ২২শে এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর সঙ্গে সংগ্রামে সক্রিয় ছিলেন। জালালাবাদ যুদ্ধের দেড় মাস পর কুমিল্লায় গ্রেপ্তার হন। অস্ত্রগার আক্রমণের মামলার অন্যতম আসামীরূপে দু’বছর বিচার চলার পর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিনা বিচারে তাকে আটক রাখা হয়। ১৯৩৮ খ্রী. মুক্তি পান।
পূর্ববর্তী:
« নটবর ঘোষ
« নটবর ঘোষ
পরবর্তী:
ননীগোপাল মজুমদার »
ননীগোপাল মজুমদার »
Leave a Reply