নজমুল হক সরকার (১৯৩২ – ১৯৭১) হরিরামপুর-রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. পাশ করে ১৯৬১ খ্রী. রাজশাহী উকিল বার-এ যোগ দেন। ১৯৫৮ খ্রী. আওয়ামী লীগের সভ্য হন। ১৯৬৯ খ্রী. রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে কর্মভার গ্ৰহণ করেন। ১৯৭০ খ্রী. জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মার্চ ১৯৭১ খ্রী. অসহযোগ আন্দোলনের সময় রাজশাহী সংগ্ৰামী পরিষদের আহ্বায়ক ছিলেন। পূর্ব-পাকিস্তানে মুক্তিযুদ্ধকালে পাকবাহিনীর কবলিত হয়ে মারা যান। এই সময়ে বগুড়ার অ্যাডভোকেট আবদুল জব্বার, ঢাকার বিশিষ্ট আইনবিদ এ.কে.এম, সিদিক ও আরও অনেক বুদ্ধিজীবীও নিহত হয়েছেন।
পূর্ববর্তী:
« নচিকেতা ঘোষ
« নচিকেতা ঘোষ
পরবর্তী:
নজমুল হক, সৈয়দ »
নজমুল হক, সৈয়দ »
Leave a Reply