নচিকেতা ঘোষ (১৯২৪ – ১২-১০-১৯৭৬)। ডাঃ সনৎকুমার। আর.জি.কর মেডিক্যাল কলেজের ছাত্র নচিকেতা ডাক্তারি ছেড়ে সঙ্গীতের জগতে চলে আসেন। তবলাবাদকরূপে তার সঙ্গীতজীবন শুরু হয়। তার বাবাও ভাল তবলা বাজাতেন। অল্প দিনেই কৃতী তবলাবাদক হয়ে বাড়ির জলসায় জর্দনবাঈ (চিত্রাভিনেত্রী নাগিসের মা), কানা সাতকড়ি, কৃষ্ণচন্দ্ৰ দে, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত ও তাদের বোন সুধীরা দাশগুপ্তের সঙ্গে সঙ্গতে সুনাম অর্জন করেন। পরে তবলা ছেড়ে গানের দিকেই চলে আসেন।
অনাথনাথ বসু, অনিল ভট্টাচার্য ও লতাফৎ হুসেনের কাছে গান শেখেন। ছাত্র অবস্থাতেই বেতারশিল্পী হয়েছিলেন। প্ৰথম গানের রেকর্ড করেন নিজের সুরে। তার দেওয়া অনেক গানের সুর খুবই জনপ্রিয় হয়েছিল। ২৪-২৫ বছর বয়সে ‘জয়দেব’ চিত্রে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নেন। দশ বছরে বহু চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। এলপি ডিস্কে তাঁর ‘ঠাকুরমার ঝুলি’র সঙ্গীত পরিচালনা, আলপনা ব্যানার্জীর কণ্ঠে ‘হাট্টিমা টিম টিম ও অন্যান্য ছড়া গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘মেঘ কালো আঁধার কালো’ দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘যৌবন তরঙ্গে’ ও ‘এ মহাপৃথিবী’ গানগুলিতে তাঁর সুর স্মরণীয়।
Leave a Reply