নগেন্দ্ৰবালা মুস্তোফী (১২৮৪ – ১৩১৩ ব)। মাতুলালয় পালপাড়া-হুগলীতে জন্ম। পিতা নৃত্যগোপাল সরকার। স্বামী খগেন্দ্রনাথ মিত্র মুস্তোফী। ছোটবেলায় কিছুদিন প্ৰাথমিক বিদ্যালয়ে ও পরে নিজের চেষ্টায় বাংলা, ইংরেজী, ওড়িশী ও সংস্কৃত শেখেন। বারো বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। ‘নব্যভারত’, ‘সাহিত্য’, ‘বামাবোধিনী’, ‘বীরভুম’, ‘পূর্ণিমা’, ‘জন্মভূমি’, ‘আনন্দবাজার’ প্রভৃতি পত্রিকাতে প্রবন্ধ লিখতেন। রচিত গ্রন্থের মধ্যে ‘মর্মগাথা’, ‘প্ৰেমগাথা’, ‘ব্রজগাথা’, ‘নারীধর্ম ও ‘ধবলেশ্বর’ মুদ্রিত। অমুদ্রিত পুস্তকের সংখ্যা ৮। ‘প্ৰেমগাথা’ গ্রন্থের জন্য ‘হেয়ার প্রাইজ এসে ফন্ডে’র অধ্যক্ষগণ কর্তৃক পুরস্কৃত এবং ‘অমিয়গাথা’ গ্রন্থের জন্য ‘সরস্বতী’ উপাধিপ্ৰাপ্ত হন।
পূর্ববর্তী:
« নগেন্দ্ৰপ্ৰসাদ সর্বাধিকারী
« নগেন্দ্ৰপ্ৰসাদ সর্বাধিকারী
পরবর্তী:
নগেন্দ্ৰশেখর চক্রবর্তী, সর্দার »
নগেন্দ্ৰশেখর চক্রবর্তী, সর্দার »
Leave a Reply