নগেন্দ্রনাথ সোম (১৮৭০ – ১৯৪০) চুঁচুড়া-হুগলী। মহেন্দ্রনাথ। প্রথম জীবন আগ্রা ও পাটনাতে কাটে। পাটনা থেকে ওভারসিয়ারী পাশ করে চাকরিসূত্রে বহু স্থান ঘোরেন। সবশেষে কলিকাতা কপোরেশনের কাজে যোগ দেন। ‘কবিশেখর’ ও ‘কাব্যালঙ্কার’ উপাধি-প্ৰাপ্ত ছিলেন। বিভিন্ন সাময়িক পত্রে তাঁর রচনা নিয়মিত প্রকাশিত হত। মাইকেল মধুসূদন দত্তের জীবনী অবলম্বনে তার রচিত ‘মধুস্মৃতি’ উল্লেখযোগ্য জীবনী-গ্ৰন্থ। রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘বারাণসী’ (ভ্ৰমণ কাহিনী), ‘প্রত্যাবর্তন’ (উপন্যাস), ‘পঞ্চপুষ্প’ (রচনা সংকলন); কাব্যগ্রন্থ: ‘প্রেম ও প্রকৃতি’, ‘স্মশানশয্যা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নগেন্দ্রনাথ সেন
« নগেন্দ্রনাথ সেন
পরবর্তী:
নগেন্দ্ৰকুমার গুহ রায় »
নগেন্দ্ৰকুমার গুহ রায় »
Leave a Reply