নগেন্দ্রনাথ ভাদুড়ী, মহর্ষি (৬-১২-১৮৪৬ – ২-১১-১৯২৬) পায়রাটুঙ্গী-হাওড়া। পার্বতীচরণ। কলিকাতার ডাফ কলেজে পড়ে সিনিয়র স্কলারশিপ পান। স্বগ্রামে অবৈতনিক বিদ্যালয় স্থাপন করে পড়াতে থাকেন। ইংরেজী, বাংলা, সংস্কৃত, হিন্দী, ফারসী, আরবী, ল্যাতিন, গ্ৰীক প্রভৃতি আটটি ভাষায় সুপণ্ডিত ছিলেন। পরবর্তী কালে প্ৰথমে জনাই ইংরেজী বিদ্যালয়ে ও পরে বালি হাইস্কুলে প্রধান-শিক্ষকের পদে কর্মরত ছিলেন। ১৮৮১ খ্ৰী. দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের ফলে তার জীবনে বিরাট পরিবর্তন আসে। ১৮৮১/৮২ খ্রী. এলাহাবাদে কুম্ভমেলায় গিয়ে সন্ন্যাস নেন। তার আগে বলুহাটি ব্ৰাহ্মসমাজে কিছুদিন আচার্যের পদে অধিষ্ঠিত ছিলেন। ১৮৯১ খ্রী. ‘সনাতন ধর্ম প্রচারিণী সভা’ প্ৰতিষ্ঠা করেন। ‘প্রতিজ্ঞা শতক’, ‘সামুদ্রিক বিদ্যা (১ম ভাগ)’, ‘পরমাৰ্থ সঙ্গীতাবলী’ প্রভৃতি তাঁর রচিত গ্রন্থ। ধর্মপ্রচারের জন্য ‘সত্যপ্ৰদীপ’ পত্রিকা প্রকাশ করেন। ১৮৯৪ খ্রী. কলিকাতায় ‘পেট্রিয়টিক ইনস্টিটিউশন’ নামে ইংরেজী স্কুল ও ‘পেট্রিয়টিক লাইব্রেরী’ স্থাপন তার অপর কীর্তি। দার্শনিক অধ্যাপক ডাঃ মহেন্দ্রনাথ সরকার, ভারতী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভবতারণ সরকার, টাউন স্কুলের প্রতিষ্ঠাতা কালীচরণ চক্রবর্তী, প্রসিদ্ধ হোমিওপ্যাথি ডাঃ চন্দ্ৰশেখর কালী প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তি তার শিষ্য ছিলেন। তার ঘনিষ্ঠ অন্তরঙ্গ ধ্যানপ্ৰকাশ ব্ৰহ্মচারী (২১-৭-১৮৭৭ – ৩০-৫-১৯৫৭) শ্ৰীশ্ৰীনগেন্দ্ৰ মঠে লাইব্রেরী, ফ্রি রিডিং রুম ও দরিদ্র ছাত্রাবাস স্থাপন করেন।
পূর্ববর্তী:
« নগেন্দ্রনাথ ভট্টাচার্য
« নগেন্দ্রনাথ ভট্টাচার্য
পরবর্তী:
নগেন্দ্রনাথ সেন »
নগেন্দ্রনাথ সেন »
Leave a Reply