নগেন্দ্রনাথ ভট্টাচার্য (১৮৫৬ – ১৯৩৩) মালিপোতা— নদীয়া। উমানাথ। খ্যাতনামা সঙ্গীতজ্ঞ। তাঁর সঙ্গীত-গুরুদের মধ্যে তাঁর পিতা অন্যতম ছিলেন। সঙ্গীতের বিভিন্ন দিকে পারদর্শী হলেও খেয়াল ও টপ্পা অঙ্গের গায়করূপেই সমধিক প্রসিদ্ধ। রানাঘাটেই তাঁর সঙ্গীতজীবন কাটে। উত্তরজীবনে তিনি বারাণসীতে, নেপাল দরবারে এবং কলিকাতা ও বাঙলার বিভিন্ন সঙ্গীত-আসরে প্রভূত খ্যাতি অর্জন করেন। তাঁর শিষ্যদের মধ্যে নির্মল চট্টোপাধ্যায়, নগেন্দ্ৰনাথ দত্ত ও সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« নগেন্দ্রনাথ বসু, প্ৰাচ্যবিদ্যামহার্ণব
« নগেন্দ্রনাথ বসু, প্ৰাচ্যবিদ্যামহার্ণব
পরবর্তী:
নগেন্দ্রনাথ ভাদুড়ী, মহর্ষি »
নগেন্দ্রনাথ ভাদুড়ী, মহর্ষি »
Leave a Reply