নগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (১) (১২৫৭ – ১২৮৯ বঙ্গাব্দ) কলিকাতা। ‘বাগবাজার অ্যামেচার থিয়েটার’ (১৮৬৮) প্ৰতিষ্ঠাতাদের অন্যতম। প্রথম সাধারণ রঙ্গালয়েরও তিনি অন্যতম স্রষ্টা এবং ন্যাশনাল থিয়েটারের প্রধান সংগঠক ছিলেন। ‘বাগবাজার অ্যামেচার কনসার্ট’ নামে একটি কনসাট দলও তিনি গঠন করেছিলেন। নাট্যাভিনয়েও খ্যাতি অর্জন করেন। বঙ্গরঙ্গমঞ্চে গীতিনাট্যের প্রবর্তন তার প্রধান কৃতিত্ব। তার লেখা(?) প্ৰথম অপেরা নাটক ‘সতী কি কলঙ্কিনী?’ (১৮৭৪), তৎকালে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। তার অপরাপর নাটকের মধ্যে ‘মালতী মাধব’ (১৮৭০), ‘পারিজাত হরণ’ (১৮৭৫), ‘গুইকোয়ার নাটক’, ‘কিন্নরকামিনী’ প্রভৃতি উল্লেখযোগ্য।
নগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (২) (১২৮৬ – ১৩৪১ ব) বীরনগর-নদীয়া। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ১৯০৪ খ্রী আলীপুরে ওকালতি ব্যবসায় আরম্ভ করেন। মানিকতলা বোমা মামলা পরিচালনায় (১৯০৮) দেশবন্ধু চিত্তরঞ্জনের সহকারী ছিলেন। ১৯২২ খ্রী. সরকারী উকিল নিযুক্ত হন ও চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ মামলাসহ নানা ওকালতি করেন। কলিকতা কর্পোরেশনে দেশবন্ধুর সাহায্যে কাউন্সিলার নির্বাচিত হন। পশুক্লেশ নিবারণী সভার কাজে উৎসাহী ছিলেন। বীরনগরে সমবায় পদ্ধতিতে উচ্চ ইংরেজী বিদ্যালয়ের সঙ্গে কৃষিক্ষেত্র প্রতিষ্ঠার মাধ্যমে পল্লী উন্নয়নের প্রচেষ্টা তার উল্লেখযোগ্য কাজ।
Leave a Reply