নগেন্দ্রনাথ দত্ত (১৮৮৫ – ১৯১৭) ভোজপুর-শ্ৰীহট্ট। পিতা সুনামগঞ্জ শহরের নামকরা উকিল গোবিন্দ্রচন্দ্র। গিরিজাবাবু নামে সমধিক প্রসিদ্ধ। বাল্যকালে সঙ্গীদের সঙ্গে রিভলভার অভ্যাসকালে উরুতে গুলিবিদ্ধ হন। সুনামগঞ্জে আইন পড়বার সময় বঙ্গ-ভঙ্গ রোধ আন্দোলনে যোগ দেন। কিছুদিনের মধ্যেই ‘অনুশীলন সমিতি’তে যোগ দিয়ে নিজ এলাকায় দলের শাখা স্থাপন করেন। ১৯০৮ খ্রী. পুলিন দাস গ্রেপ্তার ও দ্বীপান্তরিত হলে তিনি অনুশীলন সমিতির অধিনায়ক নিযুক্ত হন। তার নেতৃত্বে পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় স্বদেশী ডাকাতি ও গুপ্তচর-হত্যা অনুষ্ঠিত হয়েছিল। বিপ্লবী রাসবিহারী বসুর সংস্পর্শে এসে উত্তর ভারতে বিপ্লবী দল সংগঠনে প্রধান অংশ নেন। রাসবিহারী বসুর ভারত ত্যাগের পর সমস্ত বিপ্লবী দলকে সংহত করতে প্ৰাণপণ চেষ্টা করেন। তার আশা ছিল বিদেশ থেকে প্রেরিত আস্ত্রে দেশে একদিন বিপ্লবী অভ্যুত্থান সম্ভব হবে। ১৯১৫ খ্রী. তিনি ধরা পড়েন। বেনারস ষড়যন্ত্রের মামলার বিচারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। আগ্রা জেলে আমাশয় রোগে আক্রান্ত হয়ে প্ৰায় বিনা চিকিৎসায় তার জীবনাবসান ঘটে।
পূর্ববর্তী:
« নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
« নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পরবর্তী:
নগেন্দ্রনাথ বসু, প্ৰাচ্যবিদ্যামহার্ণব »
নগেন্দ্রনাথ বসু, প্ৰাচ্যবিদ্যামহার্ণব »
Leave a Reply