নগেন্দ্রনাথ ঘোষ, ডাঃ (১৮৮৭ – ১৯৬২) হাটখোলা-চন্দননগর। পীতাম্বর। ড়ুপ্লে কলেজ থেকে এফ.এ. পাশ করে কলিকাতায় হোমিওপ্যাথিক স্কুল, ক্যাম্বেল ও ট্রপিক্যাল মেডিক্যাল স্কুলে ডাক্তারী পড়েন। চন্দননগরে তিনিই প্ৰথম ব্যাক্টিরিয়ালজিস্ট! ক্যাম্বেল মেডিক্যাল স্কুলে পড়ার সময় বিপ্লব আন্দোলনে যোগ দেন। ১৯০৮ খ্রী. চন্দননগরের মেয়র ভার্দিভাল সাহেবের প্রতি যে বোমা নিক্ষিপ্ত হয়, তাতে তিনি সহযোগিতা করেন। মানিকতলা বোমা মামলায় হেমচন্দ্ৰ ও উল্লাসকর দত্ত দ্বীপান্তরে গেলে প্রেসিডেন্সী কলেজের ছাত্র সুরেশচন্দ্র দত্তের (পরবর্তীকালে রিপন কলেজের কেমিষ্ট্রর অধ্যাপক) উপর বোমা তৈরির ভার পড়ে। তিনি সুরেশচন্দ্রের কাছে শিখা নিয়ে চন্দননগরে বোমা তৈরির ব্যবস্থা করেন। এ কাজে ভাগিনেয় আশুতোষ নিয়োগী বিশেষভাবে সাহায্য করতেন। মণীন্দ্রনাথ নায়েক তার কাছেই প্ৰথম বোমা-প্ৰস্তুতপ্রণালী শেখেন। ১৯৩৬ খ্রী. কাশীশ্বরী পাঠশালার পরিচালনভার গ্ৰহণ করেন।
পূর্ববর্তী:
« নগেন্দ্রনাথ গুপ্ত
« নগেন্দ্রনাথ গুপ্ত
পরবর্তী:
নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় »
নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply