নগেন্দ্ৰনাথ ঘোষ (আগস্ট ১৮৫৪ – ৩-৪-১৯০৯) বগুড়া-পূর্ববঙ্গ। ভগবতীচরণ। প্রখ্যাত সাংবাদিক এবং শিক্ষাব্ৰতী। এন. এন. ঘোষ নামে সুপরিচিত ছিলেন। কলিকাতা ব্রাঞ্চ স্কুল (বর্তমান হেয়ার স্কুল), প্রেসিডেন্সী কলেজ ও বিলাতের মিড়ল টেম্পল স্কুলে শিক্ষাপ্রাপ্ত হন। ১৮৭৬ খ্রী. ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন। আইন ব্যবসায়ে অকৃতকার্য হয়ে অধ্যাপনা ও সংবাদপত্র সেবায় আত্মনিয়োগ করেন। ১৮৮২ খ্রী. মেট্রোপলিটান ইনস্টিটিউশনের (বর্তমান বিদ্যাসাগর কলেজ) অধ্যাপক ও পরে অধ্যক্ষ হন। ‘ল রিভিউ’ পত্রিকা এবং ‘ইন্ডিয়ান নেশন’ নামে ইংরেজী সাপ্তাহিক পত্রিকার আমরণ সম্পাদনা করেন। ২০ বছর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলেন। বাঙালীর মধ্যে তিনিই প্ৰথম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের প্রধান পরীক্ষক হন এবং নতুন নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মনীতি রচনার দায়িত্ব সুসম্পন্ন করেন। কলিকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এবং কলিকাতা পুলিস আদালতের অবৈতনিক বিচারপতি ছিলেন। লর্ড কার্জনের সময় অগণতান্ত্রিক মিউনিসিপ্যাল আইনের প্ৰতিবাদে অন্যান্যদের সঙ্গে তিনিও সদস্যপদ ত্যাগ করেন। রাজনীতিতে মডারেট ও স্বায়ত্তশাসন ব্যবস্থার পক্ষপাতী ছিলেন। দর্শন ও জ্যোতিষশাস্ত্ৰে জ্ঞান ছিল। শেষ জীবনে ‘রাধা স্বামী সৎসঙ্গ’ সম্প্রদায়ে যোগ দেন। রচিত গ্রন্থ” ‘কৃষ্ণদাস পালের জীবনী আলোচনা’, ‘রাজা নবকৃষ্ণের জীবনী’ এবং ‘England’s Work in India’। ছাত্র-পাঠ্য পুস্তকও কিছু রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« নগেন্দ্ৰকুমার গুহ রায়
« নগেন্দ্ৰকুমার গুহ রায়
পরবর্তী:
নগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় »
নগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply