দ্বিজেন্দ্রলাল গঙ্গোপাধ্যায়, ড. (১৯০৩? — ১৩-১০-১৯৭০)। কলিকাতা ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও গবেষক। তিনি শিল্প-মনোবিজ্ঞান, অপরাধ-বিজ্ঞান, সমাজতত্ত্ব, ও শিশু-মনোবিজ্ঞান-সম্পর্কিত গবেষণার জন্য খ্যাতিলাভ করেন। বোধিপীঠ, শীলায়ন, সরকার পুল মানসিক আরোগ্যশালা প্রভৃতি প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা। ছিলেন। ১৯৬০ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের মনোবিজ্ঞান শাখার সভাপতি নির্বাচিত হন। মনোবিদ ড. গিরীন্দ্ৰশেখর বসুর সহযোগিরূপে বাংলা ভাষায় মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ-সম্পর্কিত গবেষণায় বিশেষ খ্যাতি অর্জন করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ ছিলেন। ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকার সঙ্গে সক্রিয় যোগাযোগ ছিল। অপরাধপ্রবণ কিশোরদের চিকিৎসা ও সংশোধন এবং ছাত্ৰ-বিশৃঙ্খলার কারণ-নির্ণায়ক গবেষণায়ও রত ছিলেন।
পূর্ববর্তী:
« দ্বিজেন্দ্রনাথ বসু
« দ্বিজেন্দ্রনাথ বসু
পরবর্তী:
দ্বিজেন্দ্রলাল রায় »
দ্বিজেন্দ্রলাল রায় »
Leave a Reply