দ্বিজেন্দ্ৰনাথ সান্যাল (১৯০২ – ৩১-৩-১৯৮৪) লক্ষ্ণৌপ্রবাসী সঙ্গীতজ্ঞ ও সাহিত্যরসিক। গ্লাসগো থেকে ইঞ্জিনিয়ারিং পার্শ করেন। অতুলপ্ৰসাদের কাছে সঙ্গীত শিক্ষা। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নিউ থিয়েটার্সের ‘সৌগন্ধ’ ছবিতে তার অভিনয় উল্লেখযোগ্য। বঙ্গসাহিত্য সম্মেলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। অতিথিবৎসল বলে খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« দ্বিজেন্দ্ৰনাথ মৈত্র
« দ্বিজেন্দ্ৰনাথ মৈত্র
পরবর্তী:
দ্রবময়ী »
দ্রবময়ী »
Leave a Reply