দ্বিজেন্দ্ৰনাথ মৈত্র (৯-৯-১৮৭৮ – ২৬-১১-১৯৫০) কলিকাতা। আদি নিবাস রাজশাহী। পিতা লোকনাথ মৈত্ৰ কায়স্থ বিধবা জগত্তারিণী দেবীকে কাশীতে নিয়ে গিয়ে বিবাহ করেছিলেন। ১৯০২ খ্রী. মেডিক্যাল কলেজ থেকে এম.বি. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং সেই বছরই প্ৰথম ভারতীয় আবাসিক সার্জন হিসাবে মেয়ো হাসপাতালে নিযুক্ত হন। চিকিৎসা ও শল্যবিদ্যার আধুনিকতম বিকাশের সঙ্গে পরিচিত হতে ১৯১২ খ্রী. ইয়োরোপ ও পরে আমেরিকায় যান। সেই সময় রবীন্দ্রনাথও বিলেতে ছিলেন এবং আমেরিকায় তারা একই সঙ্গে যাত্রা করেন। সেখানেই তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে নানা আলোচনা করেন। গীতাঞ্জলির ভূমিকায় ইয়েটসও এ কথা উল্লেখ করেছেন। ১৯১৫ খ্রী তিনি বেঙ্গল সোস্যাল সার্ভিস লীগ-এর প্রতিষ্ঠা করেন। প্ৰথমে এর নাম ছিল বঙ্গীয় হিতসাধন মণ্ডলী। ধর্মনিরপেক্ষ সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে এটিকে প্ৰাচীনতম বলা যেতে পারে। রবীন্দ্রনাথ বহুদিন এর সভাপতি ছিলেন। দৃশ্য-গ্ৰাহ্য উপকরণের সাহায্যে বয়স্কশিক্ষা দানের তিনি একজন পথিকৃৎ। সমাজসেবাকর্মীদের প্রশিক্ষণের জন্য ১৯২৪ খ্রী. ‘স্কুল অব পপুলার এড়ুকেশন’ চালু করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নতির জন্য ‘ফেলোশিপ ক্লাব’ স্থাপন করেন। সমাজ কল্যাণ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য ১৯৩০ খ্রী. সোভিয়েত রাশিয়াতে যান। ১৯৩৪ খ্রী. জাপান ও চীন পরিভ্রমণ করেন। তার চেষ্টায় ১৯৪৪ খ্রী বয়স্ক-মহিলা-শিক্ষাকেন্দ্র ‘শ্ৰীনন্দা’ স্থাপিত হয়। ‘কালচারাল ফেলোশিপ উইথ ফরেন কান্ট্রিজ’ তার স্থাপিত অপর এক প্ৰতিষ্ঠান। তার বহু ভাষণ পুস্তিকাকারে প্রকাশিত হয়েছে। সমাজসেবী, শিক্ষাব্রতী সত্যেন মৈত্র তার পুত্র।
পূর্ববর্তী:
« দ্বিজেন্দ্ৰকুমার সান্যাল
« দ্বিজেন্দ্ৰকুমার সান্যাল
পরবর্তী:
দ্বিজেন্দ্ৰনাথ সান্যাল »
দ্বিজেন্দ্ৰনাথ সান্যাল »
Leave a Reply