দ্বিজেন্দ্রনাথ বসু (১৮-১২-১৮৬৫ – নভে ১৯২১)। ব্রজকিশোর। পিতার কর্মস্থল ভাগলপুরে জন্ম। প্রথম মহিলা গ্র্যাজুয়েট কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তার ভগিনী। যশোহর সম্মিলনী স্কুলের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে উড়িষ্যার ঢেঙ্কানল রাজার গৃহশিক্ষক ও অভিভাবকরূপে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ-কর্মধ্যক্ষরূপেও দীর্ঘদিন জাতীয় মহাসমিতির কাজ করেছেন। তিনি প্ৰধানত বালক-বালিকাদের উপযোগী প্ৰাণিতত্ত্ব-বিষয়ক প্ৰবন্ধাদি রচনা করে খ্যাতিমান হন। ‘জীব-জন্তু’ ও ‘কীট-পতঙ্গ’ তার দুটি গ্রন্থ। এ বিষয়ে তিনিই পথিকৃৎ। তার রচিত অপর গ্রন্থ ‘চিড়িয়াখানা’ (১৯২১)। কলিকাতার ভাড়াটিয়া মোটরযান-চালক সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। ভারত-সভার পক্ষ থেকে চা-বাগানের শ্রমিকদের অবস্থা অনুসন্ধানের জন্য বিপদের কুঁকি নিয়েও ছদ্মনামে আসাম গিয়েছিলেন।
পূর্ববর্তী:
« দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
« দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী:
দ্বিজেন্দ্রলাল গঙ্গোপাধ্যায়, ড. »
দ্বিজেন্দ্রলাল গঙ্গোপাধ্যায়, ড. »
Leave a Reply