দ্বিজেন্দ্ৰকুমার সান্যাল (জানু ১৯০৭ – ৯-১০-১৯৭০)। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বৃত্তি ও স্বর্ণপদক লাভ করেন। ১৯৩২ খ্রী. থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হন। ১৯৩৭–৫৩ খ্রী উক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাপয়েন্টমেন্টস বোর্ড-এর সেক্রেটারী ছিলেন। এখানে সাংবাদিকতা পাঠের সূচনা তিনিই করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হলে তিনি ডিরেক্টর নির্বাচিত হন। বহু প্ৰতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« দ্বিজেন্দ্রলাল রায়
« দ্বিজেন্দ্রলাল রায়
পরবর্তী:
দ্বিজেন্দ্ৰনাথ মৈত্র »
দ্বিজেন্দ্ৰনাথ মৈত্র »
Leave a Reply