দ্বিজেন চৌধুরী (ফেব্ৰু ১৯১২ – ১৮-৭-১৯৮৪) সিরাজগঞ্জ-পাবনা। পিতা সুরেশচন্দ্র ও মাতা জ্যোর্তিময়ী দেবীর কাছে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা। কলিকাতার সাউথ সুবারবন স্কুল ও সেন্ট জেভিয়ার্স রকলেজের ছাত্র। নানা ধরনের গানের তালিম নিলেও রবীন্দ্রসঙ্গীতশিল্পী এবং সঙ্গীত-শিক্ষক হিসাবেই তিনি সমধিক পরিচিত। ১৯৩১ খ্রী ’পথিক’ চলচ্চিত্রে নেপথ্য গায়ক হিসাবে প্ৰথম গান করেন। পরে কয়েকটি ছবিতে সঙ্গীত পরিচালনাও করেছেন। ১৯৩৩ খ্রী. থেকে দীর্ঘদিন তিনি রেডিওতে নানা ধরনের গান পরিবেশন করেছেন। তার রেকর্ডের সংখ্যা একশ। রবীন্দ্রনাথের জন্মদিনে তিনি কবির সামনে বসে গান শোনাতেন। ১৯৪১ খ্রী. ‘গীতবিতান’ সঙ্গীত শিক্ষা প্ৰতিষ্ঠানের শুরুতে তিনি অন্যতম শিক্ষক হিসাবে তাতে যোগ দেন। ১৯৪৬ খ্রী. ‘রবিতীর্থ’ নামে সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন। ১৯৪৯ খ্রী. সুচিত্রা মিত্র এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে তাদের দু’জনের চেষ্টায় ‘রবিতীর্থ’ গড়ে ওঠে।
পূর্ববর্তী:
« দ্বিজরাম বা রামেশ্বরঃ লক্ষ্মণ
« দ্বিজরাম বা রামেশ্বরঃ লক্ষ্মণ
পরবর্তী:
দ্বিজেন শর্মা »
দ্বিজেন শর্মা »
Leave a Reply