দ্বিজ রামানন্দ। দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কুলজী-রচয়িতাদের মধ্যে অন্যতম প্রধান। তাঁর ‘বঙ্গজ ঢাকুরী’ উল্লেখযোগ্য। দ্বিজ রামানন্দ নামে একজন লেখকের আর্যা পাওয়া যায়। জটিল ভূপরিমাণ-বিদ্যাকে সাধারণের বোধগম্য করার জন্য এই আর্যা লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্ত উপলক্ষে রচিত হয়।
পূর্ববর্তী:
« দ্বারেশচন্দ্ৰ শৰ্মাচাৰ্য
« দ্বারেশচন্দ্ৰ শৰ্মাচাৰ্য
পরবর্তী:
দ্বিজদাস দত্ত »
দ্বিজদাস দত্ত »
Leave a Reply