দ্বারেশচন্দ্ৰ শৰ্মাচাৰ্য (৯.১.১৯০৩ – ২৭.৪.১৯৮৩) কাটিগড়া-কাছাড়। সাহিত্যজীবনের শুরু ছোটগল্প ও উপন্যাস রচনা দিয়ে। সাহিত্যের সঙ্গে জ্যোতিষচৰ্চা করেন। বিখ্যাত বই ‘ভৃগুজাতক’। যুগান্তর সাময়িকী বিভাগে যোগ দেন। অন্যান্য গ্ৰন্থ : ‘নিজের ভাগ্য নিজে দেখুন’, ‘ভাগ্য কখন খুলবে’, ‘হাত দেখতে শিখুন’, ‘ভৃগুজাতক পঞ্জিকা’ প্ৰভৃতি। বিভিন্ন পত্রপত্রিকায় ‘কালপুরুষ’ ছদ্মনামে তিনি ভাগ্যগণনা করেছেন।
পূর্ববর্তী:
« দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী
« দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী
পরবর্তী:
দ্বিজ রামানন্দ »
দ্বিজ রামানন্দ »
Leave a Reply