দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী (১২৭৭ – ২৯.১.১৩৫২ ব.) ধানুকা-ফরিদপুর। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যারত্ন। কলিকাতায় কুমারটুলীতে চতুষ্পাঠী স্থাপন করে ছেচল্লিশ বছর অধ্যাপনা করেন। সেই সঙ্গে ‘সংস্কৃত সাহিত্য পরিষদ চতুষ্পাঠী’তেও অধ্যাপনা করতেন। শোভাবাজারের রাজা বিজয়কৃষ্ণ দেবের সভাপণ্ডিত পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯১৬ খ্ৰী. প্রতিষ্ঠিত ‘সংস্কৃত সাহিত্য পরিষদ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। লাহোরের ডিএভিকলেজের অধ্যক্ষ চন্দ্ৰকিশোর তর্কতীর্থ তার অগ্ৰজ।
পূর্ববর্তী:
« দ্বারিকানাথ ধার
« দ্বারিকানাথ ধার
পরবর্তী:
দ্বারেশচন্দ্ৰ শৰ্মাচাৰ্য »
দ্বারেশচন্দ্ৰ শৰ্মাচাৰ্য »
Leave a Reply