দ্বারিকানাথ ধার (? – ২৩-১১-১৯৭০)। মুদ্রণের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ও আধুনিক মুদ্ৰণ-পদ্ধতির উদ্ভাবনে অভিজ্ঞতা বিশেষভাবে স্মরণীয়। যাদবপুর স্কুল অফ প্রিন্টিং টেকনোলজি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, বেঙ্গল প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-সভাপতি, অ্যাসোসিয়েশন অফ মাস্টার প্ৰিন্টার্সের সভাপতি, লন্ডনের রয়্যাল জিওগ্র্যাফিক্যাল সোসাইটি ও রয়্যাল প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের ফেলো এবং বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« দ্বারকানাথ সেন, মহামহোপাধ্যায়
« দ্বারকানাথ সেন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী »
দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী »
Leave a Reply