দ্বারকানাথ সেন, মহামহোপাধ্যায় (১৮৪৫ – ১১-২-১৯০৯) খান্দারপাড়া-ফরিদপুর। কবিরাজ রাজীবলোচন। মুর্শিদাবাদের বিখ্যাত কবিরাজ গঙ্গাধরের নিকট দর্শনশাস্ত্র ও আয়ুৰ্বেদ শিক্ষা করেন। ৩০ বছর বয়সে কলিকাতার পাথুরিয়াঘাটা অঞ্চলে চিকিৎসা-ব্যবসায় শুরু করে যশস্বী হন। আয়ুৰ্বেদীয় চিকিৎসকগণের মধ্যে তিনিই প্ৰথম ‘মহামহোপাধ্যায়’ (১-১-১৯০৬)। উপাধির সনদ আনতে বাঙালীর বেশভূষা ধুতি ও উত্তরীয় পরে গিয়েছিলেন। উপার্জিত প্রভূত অর্থ তিনি জনহিতকর কাজে ব্যয় করেছেন।
পূর্ববর্তী:
« দ্বারকানাথ মিত্র
« দ্বারকানাথ মিত্র
পরবর্তী:
দ্বারিকানাথ ধার »
দ্বারিকানাথ ধার »
Leave a Reply