দ্বারকানাথ মিত্র (১৮৩৬ – ২.৩.১৮৭৪) আগুন্সি-তুগলী। হুগলী আদালতের মোক্তার হরচন্দ্ৰ। খ্যাতনামা ব্যবহারজীবী ও বিচারপতি। হুগলী স্কুল ও কলেজের কৃতী ছাত্র। ১৮৫৪ খ্রী. তৎকালীন সর্বোচ্চ পারিতোষিক ‘লাইব্রেরি মেডেল’ প্রাপ্ত হন। এই পরীক্ষায় তাঁর উত্তরপত্র ১৮৫৫ খ্ৰী এড়ুকেশন রিপোর্টে ছাপা হয়েছিল। ঐ বছর কলিকাতায় অন্যতম ম্যাজিষ্ট্রেট কিশোরীচাঁদ মিত্রের অধীনে তিনি দ্বিভাষীর পদ গ্ৰহণ করেন। ১৮৫৬ খ্রী. টাউন হলে অনুষ্ঠিত আইনের পরীক্ষায় দক্ষতার সঙ্গে উত্তীর্ণ হয়ে দেওয়ালী আদালতে ওকালতি শুরু করেন। ১৮৬২ খ্রী. হাইকোর্ট স্থাপিত হলে সেখানেই ওকালতি করতে থাকেন। পিণ্ডদানের অধিকারই দায়ভাগ-শাসিত উত্তরাধিকারক্রমে ভিত্তি, এই তত্ত্ব তিনিই বাঙলাদেশের আইনে প্ৰথম প্ৰচলিত করেন। ১৮৬৫ খ্রী. নীলকর সাহেব হিলের বিরুদ্ধে হাইকোর্টে মামলায় ঠাকুরাণীর দাসীর পক্ষে ওকালতি করে (বিনা ফিতে) জয়ী হয়ে বিখ্যাত হন। ১৮৬৭ খ্রী. হাইকোর্টের প্রথম দেশীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যুর পর ঐ পদে নিযুক্ত হন। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্ৰ মুখার্জীর সঙ্গে বন্ধুত্ব থাকায় ক্ৰমে প্রজাদের (রায়তদের) রক্ষাকর্তা হয়ে ওঠেন। কঁৎ-এর তিনি বিশ্বমানবধর্মবাদের পক্ষপাতী এবং উচ্চ গণিত ও বিজ্ঞানে পারদর্শী ছিলেন।
পূর্ববর্তী:
« দ্বারকানাথ বিদ্যাভূষণ
« দ্বারকানাথ বিদ্যাভূষণ
পরবর্তী:
দ্বারকানাথ সেন, মহামহোপাধ্যায় »
দ্বারকানাথ সেন, মহামহোপাধ্যায় »
Leave a Reply