দ্বারকানাথ ঘোষ (১৮৪৭ – ৪.৩.১৯২৮) শুকদেবপুর-চব্বিশ পরগনা। রামচন্দ্ৰ। অল্পবয়সে পিতৃহীন হলে কলিকাতায় চলে আসেন। সুযোগের অভাবে বেশীদূর লেখাপড়া করতে পারেন নি। আনু ১৮৬৫ খ্রী. হ্যারল্ড কোম্পানীতে মাসিক ১০ টাকা বেতনে যোগ দিয়ে সততা ও কর্মকুশলতায় বড়সাহেবের প্রিয়পাত্র হন এবং তারই পরামর্শে বিলাত থেকে ধারে বাদ্যযন্ত্র আনিয়ে তাই দিয়ে তিনি এখানে বাদ্যযন্ত্র ও হারমোনিয়াম তৈরির কারখানা খোলেন। ক্ৰমে ‘মিউজিক অ্যাডভাইসরি প্রেস’ নামে একটি ছাপাখানা স্থাপন করেন। ১৮৭৫ খ্রী. বৌবাজার স্ট্রিটের দোকানের নাম দেন ‘ডোয়ারকিন এন্ড সন’। তার দোকানে তৈরী বাদ্যযন্ত্রের খুব সুনাম ছিল। বিলিতি দোকানের থেকে দামেও সস্তা ছিল। তার ডালহৌসী স্কোয়ারের দোকানে ইংরেজী স্বরলিপি, পিয়ানো, আমেরিকান অরগ্যান, ইউরোপীয় ক্ল্যারিওনেট প্রভৃতি মূল্যবান বাদ্যযন্ত্র পাওয়া যেত। ঠাকুরবাড়ির প্রতিভা দেবী সঙ্গীতশিক্ষার স্কুল খুললে তাঁর অনুরোধে এস্রাজ, সেতার, তানপুরা প্রভৃতি দেশী বাদ্যযন্ত্রও তৈরি করতে শুরু করেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে বন্ধুত্বের সূত্রে ব্ৰাহ্মসমাজে যেতেন কিন্তু নিজে ব্ৰাহ্ম হন নি। গায়িকা কুমুদিনী বিশ্বাস তার কন্যা এবং সঙ্গীতজগতে বিখ্যাত জ্ঞানেন্দ্রমোহন তার ভ্রাতুষ্পুত্র।
পূর্ববর্তী:
« দ্বারকানাথ গুপ্ত, ডাঃ
« দ্বারকানাথ গুপ্ত, ডাঃ
পরবর্তী:
দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স »
দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স »
Leave a Reply