দ্রবময়ী (১) (১৮৩৭? – ?) বেড়াবেড়ি-খানাকুল কৃষ্ণনগর। অল্প বয়সে বিধবা হয়ে পিতা চণ্ডীচরণ তর্কালঙ্কারের কাছে সংস্কৃত শিক্ষা শুরু করে অল্প সময়ের মধ্যেই বিশেষ পাণ্ডিত্য লাভ করেন। পিতার টোলে মাঝে মাঝে অধ্যাপনা করতেন। মাত্র চৌদ্দ বছর বয়সেই অধ্যাপক পণ্ডিতদের তিনি বিচারে পরাজিত করেছিলেন।
দ্রবময়ী (২) (১৯শ শতাব্দীর ৭ম দশক) দুৰ্গাপুর-বর্ধমান। চণ্ডাল মহিলা দ্রবময়ী অসাধারণ শারীরিক শক্তির অধিকারিণী ছিলেন। তার স্বামী বৈকুণ্ঠ সর্দার গ্রামে চৌকিদারী করতেন। স্বামীর মৃত্যুর পর দ্রবময়ী পুলিশ ম্যাজিস্ট্রেটকে তাঁর অসামান্য দৈহিক শক্তি ও লাঠিখেলায় অপূর্ব নৈপুণ্য দেখিয়ে চৌকিদার-পদ লাভ করেন।
Leave a Reply