দৈখোরা। বাহাদুরপুর-শ্ৰীহট্ট। প্রকৃত নাম মুনিকউদ্দিন। সাধক ও কবিরূপে শ্ৰীহট্ট অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। পদ্মনাভ ভট্টাচার্যকর্তৃক ১৩১৮ ব: প্ৰকাশিত গ্রন্থে তার উল্লেখ আছে। তার রচিত কৃষ্ণ-বিষয়ক সঙ্গীতের নমুনা,-’আমি কলঙ্কিনী সংসারে সখি রে/প্ৰাণ বন্ধে ছাড়িয়া গেলা আমারে’।
পূর্ববর্তী:
« দেলওয়ার হোসেন আহমেদ, খান বাহাদুর
« দেলওয়ার হোসেন আহমেদ, খান বাহাদুর
পরবর্তী:
দোবরাজ পাথর »
দোবরাজ পাথর »
Leave a Reply